ঘোষনাপত্র

 

স্রোত আবৃত্তি সংসদ

ছাত্র শিক্ষক কেন্দ্র (টি.এস.সি) ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘোষণা পত্র

 

বহু যুগ পার হইয়া আবৃত্তি আজ একটি পূর্ণাঙ্গ শিল্প মাধ্যম। আবৃত্তি শিল্পের উৎকর্ষতা বৃদ্ধির আদর্শই স্রোত। স্রোত নামটির মধ্যেই রহিয়াছে গতি প্রবাহ। অসীম সাধ লইয়া সীমিত সাধ্যের সীমাবদ্ধতাকে অতিক্রম করিয়া স্রোতের গতি প্রবাহ স্বৈরিতা, অন্ধত্ব, শিল্পের অশৈল্পিক স্থূ’লতার আবর্জনা ঠেলিয়া কবিতার নির্মল একাধিকতায়, জাতীয়তাবোধে ও আন্তর্জাতিকতায়। সত্য-সুন্দর ও কল্যাণের পথে স্রোত যুথবদ্ধ। বর্গীসন্ত্রাসী, ইংরেজ বিরোধী চেতনা, পলাশীর চেতনা, স্বদেশী আন্দোলনের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, গণঅভ্যুত্থানের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেতনা, তথা হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে ধারণ করিয়া স্রোতের লক্ষ্য আবৃত্তির প্রতিটি আয়োজন, প্রতিটি প্রয়াস মান উন্নীত করা, আবৃত্তির প্রকৃত শুদ্ধ একনিষ্ঠ চর্চা। নিরন্তর অনুশীলন ও প্রচেষ্টার মাধ্যমে আবৃত্তি শিল্পকে আরো শাণিত ও দূর সঞ্চারী করা। লাভ, লোভ, মোহ ও করতালিকে ধুলায় মিশাইয়া আবৃত্তিকে লইয়া যাওয়া এমন একটি নির্দিষ্ট মানে যেইখানে শিল্প কখনও মুখ থুবড়াইয়া পড়িবে না। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে আমরা নির্মাণ করিব একেক জন অনন্য সাধারণ আবৃত্তিশিল্পী। তৈরি করিব মেধাদীপ্ত শ্রোতা। আমরা দেশ, জাতি আর বিশ্ব মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ, শিল্পকে লইয়া সুস্থ সংস্কৃতিকে লইয়া যা কখনও অধিকার আদায়ের সংগ্রামী চেতনা হইতে বিচ্যূত নয়। আমাদের মতই কোন আত্মবিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ প্রজন্ম আবৃত্তিকে পৌঁছাইয়া দিবে শান্তি নিকেতনে। স্রোত সারা দুনিয়ার প্রগতিবাদী ও মুক্তিকামী সকল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করিতেছে । মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির স্বপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার আগুনে, স্বপ্নে, চৈতন্যে, মননে আমরা ধারণ করি এক মানবিক সমাজ নির্মাণের অঙ্গীকার।