স্রোতের কথা

বচন ও আবৃত্তি শিল্পের উৎকর্ষতার লক্ষ্যেই নিরন্তর যাত্রা স্রোত আবৃত্তি সংসদর। হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, বাঙালী জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অনুপ্রেরণা। আমাদের পথচলা সেই সমাজ বিনির্মাণের লক্ষ্যে; যেখানে থাকবে না কুপমণ্ডুকতা, অন্ধত্ব, মৌলবাদ ও মানবিকতার বিপর্যয়। হাতিয়ার আমাদের আবৃত্তি। আমরা বিশ্বাস করি- সংবেদনশীল উন্নত মানসিকতার নাগরিকের সম্মিলনেই গড়ে ওঠে আদর্শ সমাজ। শিশু ও নারী নির্যাতন, সেই সাথে ধর্মের ভুল ব্যাখ্যায় ষড়যন্ত্রকারী কুচক্রীদের প্ররোচনায় নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়ে বিকৃত মানসিকতার যে ভয়াবহ বিষবাষ্প ছড়াচ্ছে আজকের সমাজে; তা থেকে মুক্ত আমাদের হতেই হবে। বাংলাদেশ তথা সমগ্র বিশ্বব্যাপি সুস্থ-মুক্তচিন্তার মানুষ ও সংস্কৃতিকর্মীদের ওপর অশুভের কাপুরুষোচিত নগ্ন হিংস্রতা সুস্থ সংস্কৃতি চর্চায় বাধা দিচ্ছে বারবার। মুক্তচিন্তা-ইতিহাস-জাতীয়তাবাদ ও ঐতিহ্যগত সাংস্কৃতিক চর্চায় হামলা ও ধ্বংসের অপচেষ্টা চলছেই। মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি কুসংস্কারাচ্ছন্ন এক অন্ধকার বিশ্ব প্রতিষ্ঠায় সচেষ্ট, আর তাদের সহযোগিতায় আছে কিছু জ্ঞানপাপী ও মুনফালোভীরা। শুভ ও মুক্তবুদ্ধির চিন্তা সকল বাধাকে অতিক্রম করেছে সব সময়; ইতিহাস তাই বলে এবং ভবিষ্যতেও তাই হবে। আমরা তা বিশ্বাস করি। কারন আমাদের হাতিয়ার আত্মবিশ্বাস, আগ্নেয়াস্ত্র নয়।

আবৃত্তি শিল্পের বিকাশ ও মেধাদীপ্ত সমাজ গঠনে আবৃত্তির শিল্পিত চর্চা ও বিকাশের মাধ্যমে আমরা তৈরি করবো বাঙালী সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনার বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত মেধাদীপ্ত মননশীল নব প্রজন্ম; যারা আমাদের নিয়ে যাবে সেই আলোকময় দিনে। উপহার দিবে শোষণহীন-গণতান্ত্রিক-প্রগতিশীল ও উন্নত আধুনিক বাংলাদেশ।

বাঙালি সংস্কৃতি চর্চার ধারাবাহিতায় ৩২ বছর যাবৎ স্রোত আবৃত্তি সংসদ নিরলস কাজ করে আসছে। এরই প্রয়াস হিসেবে স্রোত এ পর্যন্ত ১০০টিরও অধিক আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন করেছে। সফলভাবে সমাপ্ত করেছে ৪১টি আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্রোত অংশগ্রহণ করে আসছে। স্রোত আবৃত্তি সংসদর চলার পথে সকল সহযোগি সংগঠন, শুভানুধ্যায়িদের সহযোগিতার হাত আমরা পেয়েছি বরাবরই। আশা করি, সংস্কৃতিমনা মানুষগুলোর সাথে দেখা হবে আবারও। জয় হোক মানুষের।

 

জয়তু আবৃত্তি

জয়তু স্রোত

জয় বাংলা