শব্দরথে অভিযাত্রী

ধ্বণিতে, বর্ণে, শব্দে, বাক্যে; আমাদের প্রতিদিনকার চাওয়া-পাওয়ার আদান-প্রদান, আমাদের প্রাত্যহিক জীবন। ভাব ও রসে, আবেগ ও উচ্ছ্বাসে, ক্ষোভে ও বিক্ষোভে কিংবা ভালবাসায় -এর সবই হয়ে ওঠে শিল্প …শিল্পীর কণ্ঠে সংগীতে, অভিনয়ে, আবৃত্তিতে। আমাদের জীবনের প্রতিদিনকার এইসব শব্দ উচ্চারণ; যা কবিতা ও সাহিত্যের সৃষ্টিশীলতা এবং আবৃত্তিশিল্পীর স্বরমূর্ছনায় প্রাণবন্ত শিল্প হয়ে পৌঁছায় মানুষের কাছে। আবৃত্তিশিল্পীরা সেই শব্দরথে চলেছে শিল্প ও নান্দনিকতার অভিযাত্রায়।

সাংগঠনিক আবৃত্তি চর্চায় একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ আবৃত্তিকর্মী ও আবৃত্তিশিল্পীর উত্তরণ মঞ্চ শব্দরথে অভিযাত্রী

 

প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পীরদের পরিবেশনার মধ্যদিয়ে স্রোত আবৃত্তি সংসদ শব্দরথে অভিযাত্রীশিরোনামে এই আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করে আসছে ২০১৫ সাল থেকে। এ পর্যন্ত এ অনুষ্ঠানের এগারোটি পরিবেশনা সম্পন্ন হযেছে, যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে ভবিষ্যতেও।