সুবর্ণবাংলা

স্রোতের প্রতিষ্ঠার ৩৪ বছর
স্রোত প্রযোজনা ‘সুবর্ণবাংলা’
১১ নভেম্বর ২০২২
সন্ধ্যা ৬.০০ টা
ছায়ানট মিলনায়তন
ছায়ানট সংস্কৃতি ভবন
১৫/১ ধানমন্ডি, ঢাকা৷

বাঙালি সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় ৩৪ বছর যাবৎ স্রোত আবৃত্তি সংসদ বাঙালি সংস্কৃতির বিকাশ ও বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রসারে নিরলস কাজ করে চলেছে। এ পর্যন্ত ৯০‌টির অধিক প্রযোজনার মঞ্চায়ন করেছে স্রোত, সম্পন্ন করেছে ৪৪টি আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা। বাংলাভাষার শুদ্ধ উচ্চারণ, বাচন উৎকর্ষ এবং নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান আয়োজন সহ স্রোত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়েনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, গণতান্ত্রিক তথা প্রগতিশীল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আসছে।
এ বছর প্রতিষ্ঠার ৩৪ বছর উদ্‌যাপন করছে স্রোত আবৃত্তি সংসদ। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের অনুষ্ঠানে স্রোতের নিবেদন মুক্তিযুদ্ধ ভিত্তিক আবৃত্তি প্রযোজনা ‘সুবর্ণবাংলা’। করোনা মহামারী এবং বৈশ্বিক বিভিন্ন সংকটেও বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা মানুষের মনোজাগতিক বিকাশে শিল্পচর্চায় কোনো বিরতি চিহ্ন কাটেনি, বরং নানান প্রক্রিয়াতে তা অব্যাহত রেখেছে; ‘সুবর্ণবাংলা’ প্রযোজনার মঞ্চায়ন সেই ধারাবাহিকতারই উদাহরণ। তবে
এ পথচলায় আমাদের শক্তি যুগিয়েছে আবৃত্তির দর্শকবৃন্দ, তথা সংস্কৃতিমনা মানুষ। দর্শকরাই আমাদের শক্তি, স্রোতের প্রতিষ্ঠার ৩৪ বছরের এই আয়োজনে সকলকে আমন্ত্রণ৷